- Target:
- All kinds of people
- Region:
- Bangladesh
আমাদের দাবিঃ-
১. বেপরোয়া ড্রাইভারকে ফাঁসি দিতে হবে এবং এই শাস্তি সংবিধানে যোগ করতে হবে।
২. নৌ-পরিবহন মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে।
৩. চলাচলের জন্য ফুটওভার ব্রিজ অথবা বিকল্প বেবস্তা করতে হবে।
৪. প্রত্যেক সড়ক দুর্ঘটনা প্রবণ এলাকায় স্পিডব্রেকার দিতে হবে।
৫. সড়ক দুর্ঘটনয়া নিহত ছাত্র-ছাত্রীর দায়ভার সরকারকে নিতে হবে।
৬. ছাত্ররা বাস থামানোর সিগনাল দিলে, থামিয়ে এবং নামার সময় বাস পুরোপুরি থামাতে হবে।
৭. সারাদেশের ছাত্র-ছাত্রীর জন্য হাফ ভাড়ার বেবস্তা করতে হবে।
৮. ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় চলতে পারবে না।
৯. বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।
মাত্র কয়েকদিন আগে হওয়া সড়ক দুর্ঘটনার পর আমরা ছাত্ররা সরকারের সামনে ৯ দফা দাবি উপস্থাপন করি। তবে শুধু রাস্তায় আন্দোলন করলেই হবে না। আমাদের অনলআইনেও প্রতিরোধ গরে তুলতে হবে। তাই আমাদের মোট ১০০,০০০ signature এর প্রয়োজন সরকারের দৃষ্ট আকর্ষণ করার জন্য। আমার আপনাদের কাছে একটাই আনুরধ, প্লিজ এই লিঙ্ক টাকে যতসম্ভব শেয়ার করবেন। আর তাদেরও বলবেন শেয়ার করতে।
You can further help this campaign by sponsoring it
The ৯ দফা দাবি মানতে হবে!! petition to All kinds of people was written by Desh Rahman and is in the category Roads & Transport at GoPetition.