#Human Rights
Target:
সাধারন মানুষ
Region:
Bangladesh
Website:
www.pfda-vtc.org

এই ঈদ উল আজহার অনুষ্ঠানমালায় ২৪সে জুলাই চ্যানেল আইতে আফরান নিশো ও মেহজাবীন অভিনীত মায়নুল সানু এর লেখা এবং রুবেল হোসেন পরিচালিত "ঘটনা সত্য" নাটকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পরিবারকে/পিতা-মাতাকে মানসিক আঘাত করে এবং প্রতিবন্ধীতা সম্পর্কে যে ধরনের নেতিবাচক বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং মানহানীকর। নাটকের এই স্ক্রিপ্ট প্রতিবন্ধী সন্তান মায়ের পাপের ফল… এবং পাপের ফল, মানুষ কোনভাবেই এড়াতে পারে না। প্রত্যেককেই তার নিজ নিজ কর্মফল ভোগ করতে হয় এটাই নিয়তি। কখনো কখনো আমাদের কোন অনৈতিক কাজ বাস্তব জীবনে চরম শাস্তি নিয়ে আস্তে পারে। যা হয়ত জীবনব্যাপী ভোগ করতে হয়। ঘটনা কিন্তু সত্য” মূলত আমাদের স্নায়ুবিক প্রতিবন্ধিতা সম্পন্ন ব্যক্তিদের সচেতনতা বৃদ্ধির জন্য নেয়া সব প্রচেষ্টাকে ব্যপক ভাবে ক্ষতিগ্রস্ত করেছে, প্রতিবন্ধী ব্যক্তিদের অসম্মান করেছে, প্রতিবন্ধতা সম্পন্ন সন্তানের মায়েদের মানহানী করেছে । পারিবারিক অশান্তিকে উস্কানি দেয়া হয়েছে, সমাজের সম্প্রীতিকে নষ্ট করে দিয়েছে।

এই বার্তা সাধারন মানুষ এবং সমাজে সরাসরি প্রতিবন্ধিতা সম্পন্ন মানুষের বিরুদ্ধে নেতিবাচক প্রভাব ফেলেছে।

আমাদের আবেদন ঃ
১/ প্রতিবন্ধিতা সম্পন্ন মানুষের জন্য অপমানকর, অসত্য ও নেতিবাচক বার্তা সম্পন্ন নাটকের অতি সত্ত্বর অপসারন ও সম্প্রচার বন্ধ করা হোক।
২/ একই সাথে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর অধীনে নাটকের স্ক্রিপ্ট রাইটার, পরিচালক এবং সংশ্লিষ্ট কলা কুশলীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক ।
৩/ প্রতিটি চ্যানেলে একটি করে প্রিভিউ কমিটি গঠন করা হোক যাতে আগামীতে কোন নাটক, গান অথবা অন্য কোন ধরনের অনুষ্ঠানে এরকম বক্তব্য প্রচারিত হতে না পারে।

প্রতিবন্ধিতা সম্পন্ন ব্যক্তিদের সামাজিক সুরক্ষা নিশ্চিত হোক, আমাদের সমাজে প্রতিবন্ধিতা সম্পন্ন মানুষের সম্মান প্রতিষ্ঠিত হোক।

GoPetition respects your privacy.

The প্রতিবন্ধিতা কোন পাপের ফল নয়, এর জন্য বাবা-মা’কে দায়ি করা উচিত নয় petition to সাধারন মানুষ was written by Danny Rahman and is in the category Human Rights at GoPetition.