#Health
Target:
Mass Population
Region:
Bangladesh

বিশ্ব ব্যাপী তান্ডব চালানো করোনা ভাইরাস যা COVID -19 নাম পরিচিত এখন বাংলাদেশে পৌঁছে গেছে। প্রতিদিন বাড়ছে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সারা দুনিয়ার উন্নত দেশ গুলো করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে। বিশ্বজুড়ে মানুষ নিজেদের এবং তাদের পরিবারকে করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করছে। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ আমাদের দেশে করোনা প্রতিহত করার জন্য এ মুহূর্তে যা সবচাইতে বেশি প্রয়োজন তা হচ্ছে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতেনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার সঠিক নিয়ম মেনে চলা।

সর্বোত্তম উপায় হচ্ছে আমাদের সচেতনতা। আমি, আপনি এবং আমরাই পারি করোনা কে প্রতিহত করতে।

আসুন করোনা প্রতিরোধে এখন থেকে আমরা শপথ নেই যে, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমরা সবাই করোনা প্রতিরোধের নিয়ম গুলো সঠিক ভাবে মেনে চলবো

 জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবো না এবং ভিড় এড়িয়ে চলবো।
 আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এর বাড়িতে বেড়াতে যাওয়া থেকে বিরত থাকবো এবং অন্যকে এই সময়ে নিজের বাড়িতে বেড়াতে আসা নিরুৎসাহিত করবো। আসুন নিজে বাঁচি, এবং অন্যকেও বাঁচতে সাহায্য করি।
 ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুব।
 অযথা নাক, মুখ, চোখ এ হাত দেয়া বা চুলকানো থেকে বিরত থাকবো।
 কাপড়-চোপড়, বাসা-বাড়ি ও নিজের আশ-পাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো।
 সাধারণ সর্দি, কাশি, জ্বর, ঠান্ডা ইত্যাদি হলে হাসপাতালে ভিড় না করে মোবাইল ফোনের মাধ্যমে নিকটস্থ সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করে চিকিৎসা নিবো
 পরিবারের কোনো সদস্য বা প্রতিবেশীদের মধ্যে কেউ সম্প্রতি বিদেশ থেকে এসে থাকলে নিকটস্হ স্বাস্থ্য কেন্দ্রে অবহিত করবো এবং তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন থাকতে বলব।
 হাঁচি, কাশি দেয়ার সময় সঠিক ভাবে টিস্যু, রুমাল বা হাতের কুনই দিয়ে নাক-মুখ ঢেকে রাখবো। ব্যবহারের পর টিস্যু পেপারটি অবশ্যই ময়লা ফেলার জায়গায় বা ডাস্টবিনে ফেলে দিবো।
 সভা, সমাবেশ আয়োজন করা অথবা অংশগ্রহণ করা থেকে বিরত থাকবো।
 জরুরি প্রয়োজন ছাড়া গণ পরিবহনে ভ্রমণ করা থেকে বিরত থাকবো।
 প্রয়োজনের অতিরিক্ত নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনা হতে বিরত থাকবো।

GoPetition respects your privacy.

The আসুন করোনা ভাইরাস হতে নিজেকে, নিজের সন্তান, পরিবার, সমাজ ও দেশকে বাঁচাতে শপথ নেই petition to Mass Population was written by MdShahjalal Mohon and is in the category Health at GoPetition.

Petition Tags

COVID-19